Bankura

Mar 29 2023, 20:00

বেসরকারী কারখানার ইনডাক্সেন ফার্নেস ফেটে গুরুতর আহত ৪ শ্রমিক


বাঁকুড়াঃ একটি বেসরকারী কারখানার ইনডাক্সেন ফার্নেস ফেটে গুরুতর আহত ৪ শ্রমিক। বুধবার বিকেলে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা এলাকার ভদরা মোড় সংলগ্ন এলাকার ঘটনা। ঐ ঘটনায় গুরুতর আহত ৪ শ্রমিককে দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

   স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিনও গঙ্গাজলঘাটির ঐ বেসরকারী ক্ষুদ্র ইস্পাত কারখানায় বেশ কয়েক জন শ্রমিক কাজ করছিলেন। সেই সময় কারখানার ইনডাক্সেন ফার্নেস ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বড়জোড়া ও দুর্গাপুর থেকে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঐ ঘটনায় কম বেশী আহত ১২ জন শ্রমিক। এদের মধ্যে আশঙ্কাজনক ৪ জনকে দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে পাঠানো হয়েছে।

  স্থানীয়দের দাবি, শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ভাবিত নয় কারখানা কর্তৃপক্ষ। নিরাপত্তার অভাবেই এই দূর্ঘটনা ঘটেছে। একই সঙ্গে শ্রমিকদের ই.এস.আই বা চিকিৎসা বীমাও কারখানা কর্তৃপক্ষ করেননি বলে অভিযোগ।

Bankura

Mar 29 2023, 13:17

*কালোবাজারি বন্ধের জন্য জেলাশাসককের কাছে ডেপুটেশন জমা*

বাঁকুড়াঃ তিলি জাতিকে ও.বি.সি তালিকাভূক্ত, সারের কালোবাজারি বন্ধ, সরকারী ধান ক্রয় কেন্দ্রে 'বাটা' প্রথা বন্ধ, হাতি সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ সহ ৯ দফা দাবিতে জেলাশাসককে ডেপুটেশন দিলেন বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের সদস্যরা।

বুধবার মিছিল করে ঐ সংগঠনের সদস্যরা বাঁকুড়া জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছান। পরে তাঁদের এক প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে গিয়ে তাঁদের দাবি পত্র তুলে দেন। লক্ষ্যনীয়ভাবে এদিনের এই কর্মসূচীতে বিজেপি ও তৃণমূলের দুই গুরুত্বপূর্ণ দলীয় পদাধিকারীকে দেখা যায়।

   বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের তরফে দাবি করা হয়েছে, অর্থনৈতিক দিক থেকে তাঁদের জাতির মানুষেরা এখনো অনেক পিছিয়ে আছেন। ও.বি.সি তালিকাভূক্ত না হওয়ায় তাঁদের ছেলে মেয়েরা সরকারী-বেসরকারী নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। এই অবস্থায় দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারী দেন তাঁরা।

  বাইট: দীপঙ্কর শীট (সম্পাদক, বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠান)

Bankura

Mar 29 2023, 10:44

*ওজনে কারচুপি রুখতে এবার পথে নামলেন আধিকারিকরা*

বাঁকুড়াঃ ওজনে কারচুপি রুখতে এবার পথে নামলেন বাটখারা পরিমাপক দপ্তরের আধিকারিকরা। বুধবার সকালে বাঁকুড়া জেলা এনফোর্সম্যান্ট ব্রাঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে তাঁরা শহরের মাচানতলা এলাকার ফল সহ অন্যান্য দোকান গুলিতে অভিযান চালান। এদিনের অভিযানে ঐ এলাকায় দু'টি ইলেকট্রনিক্স বাটখারা বাজেয়াপ্ত করার পাশাপাশি নির্দিষ্টহারে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

   বাটখারা পরিমাপক দপ্তরের এই উদ্যোগে খুশী সংশ্লিষ্ট ক্রেতারাও। আবির ব্যানার্জী নামে এক ক্রেতা বলেন, সঠিক পরিমাপে জিনিস পাওয়া প্রত্যেক ক্রেতার অধিকার। আর তা নিশ্চিত করতে এই অভিযান যথেষ্ট ভালো পদক্ষেপ বলে তিনি মনে করছেন বলে জানান।

  ইলেকট্রনিক্স পরিমাপক যন্ত্র 'রিনিউ' না থাকায় এদিন জরিমানার মুখে পড়েছেন ব্যবসায়ী মঙ্গল দাস। তিনি বলেন, তার ব্যক্তিগত 'ভুলে'র কারণেই বাটখারা রিনিউ করানো হয়নি। তবে ভবিষ্যতে এই ভুল আর হবেনা বলেই তিনি জানান।

  বাটখারা পরিমাপক দপ্তর, বাঁকুড়া-১ আধিকারিক চন্দন কুমার সাহু বলেন, শহরের মাচানতলা এলাকায় এদিনের অভিযানে দু'জন ব্যবসায়ীর বাটখারা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ধরণের অভিযান ধারাবাহিকভাবে চলে, আগামী দিনেও চলবে বলে তিনি জানান।

Bankura

Mar 29 2023, 10:00

*দূর্ঘটনায় প্রাণ হারালেন তৃণমূল বুথ সভাপতি*

বাঁকুড়াঃ মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক তৃণমূল বুথ সভাপতির। মৃতের নাম মনোরঞ্জন মাহাতো (৪২)। ঐ ঘটনায় গুরুতর আহত আরো দুই যুবক। সোনামুখীর শিবের বাঁধ এলাকার ঘটনা।

   স্থানীয় সূত্রে খবর, বিষ্ণুপুর-দুর্গাপুর রাজ্য সড়ক ধরে কল্যাণপুর গ্রামের বাড়ি থেকে তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি মনোরঞ্জন মহন্ত মোটর বাইকে সোনামুখীর দিকে যাচ্ছিলেন। সেই সময় শিবের বাঁধ এলাকায় অন্যদিক থেকে আসা অন্য একটি মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় তৃণমূল বুথ সভাপতি সহ গুরুতর আহত হন তিন জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ।

স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ তিন জনকেই প্রথমে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। পরে সেখান থেকে তিন জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। ঐ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তৃণমূল বুথ সভাপতি মনোরঞ্জন মহন্তের মৃত্যু হয়।

  এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

Bankura

Mar 28 2023, 18:50

*৫ই এপ্রিল শ্রমিক, কৃষক ও ক্ষেতমজুরেদর দিল্লী অভিযানে ঘিরে বিজেপির সমর্থন*


বাঁকুড়াঃ কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিক, কৃষক ও ক্ষেতমজুর বিরোধী, দেশবিরোধী, জনবিরোধী, কর্পোরেট বান্ধব, সাম্প্রদায়িক বিভাজনকারী নীতিরর অভিযোগ তুলে তার বিরুদ্ধে সিআইটিইউ, সারা ভারত কৃষক সভার ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন ২৩শে এপ্রিল,২০২৩ ডাক দিয়েছে পার্লামেন্ট অভিযান তথা দিল্লী অভিযানের।

পাশাপাশি দাবী তোলা হয়েছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে ও সব বেকারের কাজের ব্যাবস্থা করতে হবে, নুন্যতম মজুরি মাসে ২৬,০০০/- টাকা ও ষাটোর্ধ যে কোন গরীবের মাসে নুন্যতম পেনশন ১০,০০০/- টাকা দিতে হবে, ব্যাঙ্ক-বীমা-রেল-প্রতিরক্ষা সহ সমস্ত সরকারী সংস্থা বেসরকারীকরণ বন্ধ করতে হবে, শ্রমিক স্বার্থ হরণকারী ৪টি শ্রম কোড ও জনস্বার্থবিরোধী বিদ্যুত আইন,২০২২ বাতিল করতে হবে, এমএনরেগা প্রকল্পে বছরে ২০০দিন কাজ ও দৈনিক ৬০০ টাকা মজুরি দিতে হবে, কৃষককে ফসলের লাভজনক দর দিতে হবে ও কৃষি ঋণ মুকুব করতে হবে, সকলের জন্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে।

এছাড়াও দাবী করা হয়েছে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও রান্নার গ্যাসের ওপর থেকে অতিরিক্ত কেন্দ্রীয় শুল্ক প্রত্যাহার ও বাতিল করা পরিবহণ শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি পুনরায় চালু করতে হবে। - এই দাবীগুলির সমর্থনে তথা দিল্লী অভিযানের কর্মসূচী সফল করে তুলতে ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন গ্রহণ করেছে রাজ্যজুড়ে পরিবহণ জাঠার কর্মসূচী। বাঁকুড়া পুরুলিয়া-জেলা জুড়ে এই জাঠার আজ সকালে বিষ্ণুপুরে শুভ সূচনা করেন ও বক্তব্য রাখেন ফেডারেশনের নেতা তথা সিআইটিইউ'র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সহ-সম্পাদক জীবন সাহা।

উপস্থিত ছিলেন তাপস চক্রবর্তী, উজ্জ্বল সরকার, স্বপন ঘোষ, কাজল বিশ্বাস, বিশ্বজিত ঘোষ প্রমুখ সিআইটিইউ নেতৃবৃন্দ। বিষ্ণুপুর থেকে প্রচার জাঠা রওনা হয়ে ওন্দা, বাঁকুড়া শহর, ইন্দপুর, হাতিরামপুর ও মলিয়ান হয়ে প্রবেশ করে পুরুলিয়া জেলায়। পথে ওন্দা, বাঁকুড়ার স্টেশন রোড, গোবিন্দনগর বাসস্ট্যান্ড ও বিভিন্ন স্থানে ঐ জাঠাকে অভিনন্দন জানানো হয়।

বাঁকুড়া স্টেশন রোডে বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়ন, ও বাসস্ট্যান্ডে বাঁকুড়া জেলা বাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। স্টেশন রোডে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা প্রতীপ মুখার্জী ও বাসস্ট্যান্ডে বক্তব্য রাখেন জীবন সাহি উজ্জ্বল সরকার প্রমুখ। উপস্থিত ছিলেন সিআইটিইউ'র জেলা সম্পাদক সৌমেন্দু মুখার্জী, এবং ভৃগুরাম কর্মকার, শ্রীকান্ত কর্মকার, তপন দাস-সহ অন্যান্য সিআইটিইউ নেতৃবৃন্দ। - জাঠা বিভিন্ন এলাকা পরিক্রমা করার সময় শ্রমজীবি ও পথচারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনাও লক্ষ্য করা যায়।

Bankura

Mar 28 2023, 17:19

*এবার কি সিভিক অধ্যাপক নিয়োগ!*

বাঁকুড়াঃ 'এবার কি সিভিক অধ্যাপক নিয়োগ হবে'? বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পদার্থ বিদ্যার অতিথি অধ্যাপকের নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে তৈরী হওয়া বিতর্ক উস্কে দিয়ে এই প্রশ্নই তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

  প্রসঙ্গত, গত ২৪ মার্চ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তরফে নিয়োগ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি হয়। ঐ বিজ্ঞপ্তিতে পদার্থ বিদ্যার অতিথি অধ্যাপক নিয়োগের জন্য ন্যুনতম যোগ্যতা মাষ্টার ডিগ্রী, পি.এইচ.ডি অথবা নেট উর্ত্তীর্ণ থাকা আবশ্যিক ঘোষণার পাশাপাশি প্রতি ক্লাস পিছু ৩০০ টাকা দেওয়ার কথাও জানানো হয়। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। 

   আর এবিষয়ে বলতে গিয়েই মঙ্গলবার বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন, বিষয়টি অদ্ভূত ও যথেষ্ট বেদনাদায়ক। ইউ.জি.সি যেখানে আজ থেকেই অতিথি অধ্যাপকদের ক্লাস পিছু ১৫০০ টাকা অথবা মাসিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলেছে। রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতি এতোটাই খারাপ যে সিভিক পুলিশের মতো সিভিক অধ্যাপক নিয়োগ করতে চাইছে? এর চেয়ে 'শিক্ষা দানে'র আবেদন করলেই ভালো হতো বলে তিনি মনে করছেন বলে জানান।

   বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তি 'শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করতে হয় তার একটা নমুনা' দাবি সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতির। তিনি বলেন, অধিকাংশ কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী শিক্ষক নেই। ৩০০ টাকার অধ্যাপক নিয়োগ মানে তাঁর কোন দায়বদ্ধতা থাকবেনা। শিক্ষা ব্যবস্থাকে ভয়ঙ্করভাবে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে বলেও তিনি দাবি করেন।

  আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছে শাসক তৃণমূল। দলের নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা 'বিরোধীরা ভুল ভাল মন্তব্য করে বিভ্রান্তি ছড়াতে চাইছে' দাবি করে বলেন, পড়ানোর জন্য অনেকেই আগ্রহী থাকে, তাই ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে তিনি 'অসুবিধার কিছু দেখছেননা' দাবি করে আরো বলেন, যে যাই বাখ্যা করুক, শিক্ষাকে মূল্য দিয়ে বিচার করা যায়না। বিজেপি-সিপিআইএম মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ট্যুইটারে এসব করে মানুষের কাছে প্রমাণ করতে চাইছেন তাঁরা 'বেঁচে আছেন' বলেও তিনি দাবি করেন। 

  এবিষয়ে জানতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তাই তাঁর প্রতিক্রিয়া মেলেনি।

Bankura

Mar 28 2023, 12:37

*পরিত্যক্ত বাড়ি থেকে কঙ্কাল উদ্ধার*

বাঁকুড়াঃ পরিত্যক্ত বাড়ির ভীতর থেকে নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরের ১২ নম্বর ওয়ার্ডের বড় কালীতলা এলাকায়। মঙ্গলবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঐ নরকঙ্কাল উদ্ধার করে।

  স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বড় কালীতলার ঐ বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গত তিন বছরে মালিক পক্ষের কেউই বাড়িতে আসেননি। এই অবস্থায় দিনে দিনে বাড়িটি দূস্কৃতিদের আখড়া হয়ে উঠছিল। ইতিমধ্যে বাড়ির দরজা-জানালা সহ অন্যান্য জিনিসপত্র কেউ বা কারা খুলে নিয়ে গেছে। সম্প্রতি বন্ধ বাড়ির ভীতরে অদ্ভূত ধরণের আওয়াজ শুনে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তাঁরাই নরকঙ্কালের সন্ধান পান ও পুলিশে খবর দেন। এদিন বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ নরকঙ্কালের পাশাপাশি বাইরে পড়ে থাকা একটি সিন্দুক উদ্ধার করে নিয়ে যায়। 

  প্রতিবেশীদের তরফে জানানো হয়েছে, এক সময় এই বাড়িতে প্রচুর মানুষ বাস করতেন। এলাকায় 'সম্ভ্রান্ত ও ঐতিহ্যশালী পরিবার' হিসেবেই পরিচিতি ছিল এই বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চায়ের কাপ, নেতাজী স্মৃতি ধণ্য চেয়ার এই বাড়িতেই রয়েছে বলে তাঁরা শুনেছে। সময়ের বিবর্তনে সেই বাড়িই আজ 'পরিত্যক্ত'। কেউ না থাকার সুযোগটিকে কাজে লাগিয়ে দূস্কৃতিদের আখড়া হয়ে ওঠে বলে তাঁরা জানিয়েছেন।

 নরকঙ্কালটি বাইরে থেকে আনা হয়েছিল নাকি এখানেই কাওকে খুন করা হয়েছিল বিষয়টি স্পষ্ট নয় কারো কাছেই। 

  পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি নরকঙ্কালটির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

Bankura

Mar 27 2023, 13:05

*ঝড় এবং শিলাবৃষ্টির জেরে কৃষিকার্যের ক্ষয়ক্ষতি*

বাঁকুড়াঃ রবিবাসরীয় বিকেলে মাত্র ঘন্টা খানেকের ব্যাপক ঝড় আর শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি বাঁকুড়ার কোতুলপুর ব্লক এলাকার বিস্তীর্ণ অংশে। বিঘার পর বিঘা জমির ধান শুইয়ে পড়েছে জমিতেই। সঙ্গে ঘরবাড়ির ব্যাপক ক্ষয় ক্ষতি তো আছেই। এই অবস্থায় প্রায় দিন আনা খাওয়া পরিবার গুলি চরম সমস্যায়।

  সোমবার সকালে কোতুলপুরের লক্ষণহাটি দাস পাড়া গ্রামে গিয়ে দেখা গেল, অনেকের মাথা গোঁজার ঠাঁই টুকুও আস্ত নেই। অ্যাসবেসটাসের ভাঙ্গা চালাই এখন পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছেন অনেকেই।

 অন্যদিকে খাঁটিপাড়া, ডিঙ্গল, আমদোহা মৌজায় ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষীরা জানিয়েছেন, মাত্র ঘন্টা খানেকের তুমূল ঝড় আর শিলাবৃষ্টিতে সব তছনছ করে দিয়ে গেল। ঋণ ধার করে লাগানো ধান আর ঘরে উঠবেনা। অন্য কোন আয়ের উৎস নেই, এই অবস্থায় কিভাবেই ঋণ শোধ হবে আর কিভাবেই দৈনন্দিন সংসার খরচ চলবে ভেবে উঠতে পারছেননা তাঁরা। এই অবস্থায় সরকারী সহায়তা ছাড়া কোনমতেই ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেই তাঁরা জানিয়েছেন।

  এদিন সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণে যান কোতুলপুর ব্লক সহ কৃষি অধিকর্তা মনোজিৎ মণ্ডল। ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস তিনি দিয়েছেন।

Bankura

Mar 26 2023, 12:13

*মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মৃত বাইক আরোহী*


বাঁকুড়া : খাতড়া-বাঁকুড়া সড়কে গোবিন্দপুর ও বনকাটা গ্রামের মাঝে সাত সকালে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। খাতড়া গামী একটি বাইক বাঁকুড়া দিকে যাওয়া সময় একটি ট্রাক কে মুখোমুখি ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই বাইক আরোহী প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারা যায় বাইক ও ট্রাক উভয়ই খুবই স্পিডে ছিল। আর এই উচ্চ গতির জন্যই ক্ষতি ঘটনাটি এতো মারাত্মক আকার ধারণ করেছে।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় গ্রামবাসীরা সাহায্যের কাজে এগিয়ে আসেন। অপরজন বাইক আরোহীকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। কিন্তু ট্রাকের ড্রাইভার পলাতক।

ঘটনার পরেই উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেই স্থানে পৌছে যায়। প্রাথমিক ভাবে জনরোষ সামলে পথ যান চলাচলের উপযোগী করা হয়। পুলিশ জানায় পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Bankura

Mar 25 2023, 14:40

*বাঁকুড়ায় জঙ্গলে অগ্নিকাণ্ড*

বাঁকুড়াঃ বসন্তের পাতাঝরা মরশুমে জঙ্গলে আগুন লাগার ঘটনা অব্যাহত বাঁকুড়ায়। এবার বিষ্ণুপুর শহরের যমুনাবাঁধ কলোনী সংলগ্ন এলাকার জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। শনিবার দুপুরের এই ঘটনায় ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

  স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে যমুনাবাঁধ কলোনী সংলগ্ন এলাকার জঙ্গলে আগুন দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেওয়া হয়। বনদপ্তর মারফৎ খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

  বনদপ্তরের বিষ্ণুপুর-১ বিট অফিসার শিবদাস চক্রবর্ত্তী বনকর্মীদের গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা সবসময় সদা সতর্ক আছেন। জঙ্গলে আগুন না লাগানোর বিষয়ে ধারাবাহিক প্রচার চালানো হচ্ছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে এই ধরণের অবাঞ্ছিত ঘটনা ঘটে থাকতে পারে। তবে এদিন মোটামুটি ৫ হেক্টর জঙ্গলে আগুন লেগেছিল বলে তিনি জানান।

  বাইট: শিবদাস চক্রবর্ত্তী (বিট অফিসার, বিষ্ণুপুর-১ ফরেস্ট)